প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৭
রামগঞ্জে বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের রাজমহল গুনিশার বাড়িতে অসহায় ৪ বোনের ওয়ারিশি সম্পত্তি
আত্মসাতের অভিযোগ উঠেছে আপন ভাই এবং ভাবীদের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিস দরবার হলেও সৃষ্ট বিষয়ে মীমাংসা হয়নি বরং বোনদের হুমকি-ধমকি সহ নাজেহালকরণের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী বোন পারুল বেগম, কহিনুর বেগম জানান, তারা ৪ বোন ৩ ভাই।
পৈত্রিকভাবে তারা লামচর ইউনিয়নের রাজমহল গুনিশার বাড়িতে ২১শতক হারে ৪বোন মোট ৮৪শতক সম্পত্তির মালিক হন। যা তাদের নিজের নামে খারিজ করা রয়েছে। তাদের বাবার মৃত্যুর পর বড়োভাই সামছুল ইসলাম, মেঝো ভাই নুরুল ইসলামও মৃত্যুবরণ করেন। আর ছোটভাই আ. মন্নান থাকেন প্রবাসে। বোনদের অভিযোগ, তাদের প্রাপ্ত ওই সম্পত্তি ছোটভাই মন্নান, ভাবী নুর জাহান বেগম এবং অহিদা বেগম স্থানীয় টাউট বাটপারদের সহযোগিতায় জবরদখল করে রেখেছে। সালিসের নামে বারবার করা হচ্ছে টালবাহানা। এ নিয়ে সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) পৈত্রিক বাড়িতে তাদের সম্পত্তির হিসেব চাইতে গেলে ভাবীদের নেতৃত্বে স্থানীয় রুবেল হোসেন, ভাড়াটিয়া স্বপন, মোবারক তাদের নাজেহাল করে এবং ননদের স্বামী আ. মন্নানকে মারধর করে। এমতাবস্থায় অসহায় ৪বোন তাদের পৈত্রিক সম্পত্তি বুঝে পাওয়ার জন্যে প্রশাসন সহ সমাজপতিদের নিকট আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে ভাবী অহিদা বেগম, নুর জাহান বেগম নাজেহালকরণের কথা অস্বীকার করে ননদগণ সম্পত্তি পাবেন বলে স্বীকার করেছেন। যা আগামী ৬মাসের মধ্যে বুঝিয়ে দিবেন বলে জানিয়েছেন।
স্থানীয় মেম্বার আব্দুল কুদ্দুছ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।








