শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০

সিজন-১৩ নতুন সদস্য বরণ অনুষ্ঠান

এভারগ্রীন ক্লাবের সকল সদস্যের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে

------পৌর প্রশাসক গোলাম জাকারিয়া

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
এভারগ্রীন ক্লাবের সকল সদস্যের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে

চাঁদপুর এভারগ্রীন ক্লাবের সিজন-১৩ নতুন সদস্য বরণ অনুষ্ঠান ও হাঁস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) রাতে শহরের স্টেডিয়াম রোডস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম জাকারিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই ক্লাবটি প্রতি বছরই নতুন কিছু আয়োজন করে থাকে। আমি এই জেলায় যোগদানের পর থেকেই ক্লাবটির সঙ্গে যুক্ত হয়েছি। নিয়মিত খেলাধুলা করার ফলে ক্লাবের সকল সদস্যের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এই ক্লাবে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিয়মিত খেলাধুলা করে থাকেন। ক্লাবটি প্রতি বছর খেলাধুলার পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে ভালো অনুষ্ঠানের আয়োজন করে।

ক্লাবের সভাপতি ও চাঁদপুর ড্যাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. জামাল উদ্দিন রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক।

ক্লাবের সিনিয়র সদস্য গিয়াস কবির ও মাসুদুর রহমানের পরিচালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন। বক্তব্য রাখেন ক্লাবের মহাসচিব ও চাঁদপুর পৌরসভার সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভুইয়া, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুর আজম শরীফ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়