প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৪০
ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলনে অভিযোগ
শাহরাস্তিতে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক শিক্ষকের পক্ষ নিয়ে জামায়াত নেতার হুমকি

শাহরাস্তিতে দুই মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির মামলার পর ঘটনাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করে হুমকি ও ভয়ভীতি প্রদানের অভিযোগ উঠেছে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি সদস্য আমিনুল ইসলামের বিরুদ্ধে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকেলে নির্যাতিত শিক্ষার্থীর পরিবারের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল (শান্তিনগর) গ্রামের মো. মোস্তফার স্ত্রী শাহিনা বেগম জানান, গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীর দুই ছাত্রীকে (অভিযোগকারীর কন্যাসহ) ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেক কু-প্রস্তাব দেন এবং তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় এক শিক্ষার্থী চিৎকার করতে চাইলে শিক্ষক আব্দুল মালেক তাকে শ্রেণিকক্ষের বেঞ্চে শুইয়ে ধর্ষণের চেষ্টা করেন।
তিনি আরও জানান, ঘটনাটি মাদ্রাসার অধ্যক্ষকে জানাতে গেলে তিনি উল্টো ভুক্তভোগীদের ধমক দেন। কোনো প্রতিকার না পেয়ে তিনি শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ গত রোববার অভিযুক্ত শিক্ষক আব্দুল মালেককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মাদ্রাসার অধ্যক্ষ ও অভিযুক্ত শিক্ষকের পক্ষের কিছু ব্যক্তি তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি গোষ্ঠী ভুক্তভোগী দুই শিক্ষার্থীর চরিত্র হননের চেষ্টা করে বিষয়টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার সামাজিক নিরাপত্তা ও আইনি সহযোগিতা কামনা করেন।







