প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২২:০৫
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ও মহাসচিবের স্বাক্ষরিত এক লিখিত বার্তায় চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। ১ নভেম্বর ২০২৫ তারিখে ইস্যুকৃত চিঠিতে চাঁদপুর জেলায় ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে চাঁদপুর জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান, সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো. ফরহাদ হোসেন ফয়সালকে আহ্বায়ক এবং আরেক বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. জাকির হোসেনকে সদস্য সচিব করা হয়। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী শেখ মো. শাহ আলম, যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদল, যুগ্ম আহ্বায়ক শেখ মহিউদ্দিন রাসেল, যুগ্ম আহ্বায়ক তানজিনা আফরিন। আর সম্মানিত সদস্য হিসেবে জিল্লুর রহমান জুয়েল, মো. আনোয়ার শাহাদাত বাবু, মো. জাকির হোসেন, মো. আব্দুল কাইয়ুম, মো. মশিউর রহমান, নূরে আলম, মো. ওমর ফারুক, মো. জয়নাল আবেদীন, শ্যামল চন্দ্র মজুমদার, সাইফুল ইসলাম পলাশ, মো. জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মো. লেয়াকত আলী, সেলিনা বেগম ও আছমা আক্তারকে অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক অনুমোদিত এই সংগঠন মানবসেবায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে বলে জানা যায়। নবাগত আহ্বায়ক কমিটির সকল সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।








