সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২১:৫৪

শ্রীমঙ্গলে লোকালয় থেকে উল্টোলেজি বানর ও অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে লোকালয় থেকে উল্টোলেজি বানর ও অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক লোকালয় থেকে একটি উল্টোলেজি বানর ও একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (২৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে উপজেলার নোয়াগাঁও রাবার অফিস সংলগ্ন জমিতে ধান কাটার সময় একটি অজগর সাপ দেখতে পান শ্রমিকরা। জমিতে অজগর সাপ দেখে ধান কাটা বন্ধ করে দেন শ্রমিকরা। পরে জমির মালিক বুধু বাবু সাপটি উদ্ধারের জন্যে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এছাড়াও ২২ নভেম্বর দুপুরে ভানুগাছ সড়কের লিচুবাড়ী এলাকায় অবস্থিত একটি রিসোর্ট থেকে একটি দুর্লভ প্রজাতির উলটোলেজি বানর (সিংহ বানর) অসুস্থ অবস্থায় উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বানরটিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে উদ্ধার করা প্রাণী দুটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়