রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৫:৩৫

পূর্ব শ্রীরামদী ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বিএম নূরুজ্জামালের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার।।
পূর্ব শ্রীরামদী ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বিএম নূরুজ্জামালের ইন্তেকাল

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত ক্লাব পুরাণবাজার পূর্ব শ্রীরামদী ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাংকার ও রাজনৈতিক নেতা, পুরাণবাজার নূরিয়া হাইস্কুল এলাকা নিবাসী বিএম নূরুজ্জামাল রোববার (২৩ নভেম্বর ২০২৫) দুপুর ১২টা ২০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। এক সময় তিনি জাসদের রাজনীতি করতেন। এরপর জাতীয় পার্টি এবং সর্বশেষ মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের চাঁদপুর জেলা শাখার নেতা ছিলেন। তিনি ছিলেন চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান মজু বেপারীর ছোট ভাই।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর। তিনি একমাত্র কন্যা সন্তান রেখে গেছেন। স্ত্রী এবং ছেলে সড়ক দুর্ঘটনায় অনেক আগে মারা যান।

এদিন বাদ এশা নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মরহুমের ভাতিজা মাসুদ বেপারী।

পূর্ব শ্রীরামদী ক্লাবের শোক

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত পুরাণবাজারের পূর্ব শ্রীরামদী ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাংকার ও রাজনৈতিক নেতা বিএম নূরুজ্জামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ক্লাবের সকল সদস্য ও কর্মকর্তাগণ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়