প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১২:২৯
মৌলভীবাজারে রব্বানী চৌধুরী ছড়া রচনাবলি-৪-এর পাঠ উন্মোচন

মৌলভীবাজারে বিশ্ব কবিমঞ্চ আয়োজনে যুক্তরাজ্য বসবাসকারী তুখোড় ছড়াকার রব্বানী চৌধুরী ছড়া রচনাবলি-৪-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে বিশ্ব কবিমঞ্চের আহ্বায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক বিএনএসবি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাজ্য বসবাসকারী কবি লুৎফুর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক নরুল ইসলাম শেফুল, নাট্যশিল্পী কবি চামেলী সিনহা এবং গ্রন্থের লেখক রব্বানী চৌধুরী।
সৃষ্টি ভট্টাচার্যের সঞ্চালনায় জগন্নাথপুর সরকারি কলেজের বাংলার প্রভাষক অশেষ দেব, মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবুল উদ্দিন খান, অ্যাডভোকেট দীপ্তেন্দু দাশগুপ্ত কাজল, কবি শহীদুল ইসলাম লিটন, শিক্ষক ধীরাজ ভট্টাচার্য, শিব প্রসন্ন ভট্টাচার্য, সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী, হাওড় রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক এম খছরু চৌধুরী প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।
চামেলী সিনহার উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করেন এম সাইফুল খান। এছাড়াও ফুয়াদ বিন রশীদ, পলাশ দেবনাথ, অভ্র দাশ প্রমুখ অনুষ্ঠানে কবিতা পাঠ করেন।







