প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৫:৪১
কচুয়া দারচর দাসবাড়িতে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ৩১ ডিসেম্বর থেকে শুরু

বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় অনুষ্ঠিত হবে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞনুষ্ঠান।
আসছে ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চাঁদপুর কচুয়া উপজেলার দারচর দাস বাড়িস্থিত সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার) রাত ৮টা হতে যথাক্রমে শ্রীমদভগবদগীতা ও ধর্মীয় আলোচনা শেষে গঙ্গা আবাহন ও নামযজ্ঞের শুভ অধিবাস এবং ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার অরুণোদয় হতে ৩ জানুয়ারি শনিবার অরুণোদয় পর্যন্ত অহোরাত্র অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং ২ জানুয়ারি শুক্রবার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।
এতে নামসুধা বিতরণ করবেন : বরিশাল হতে আগত শ্রী শ্রী গোপাল কৃষ্ণ সম্প্রদায় ও শ্রী শ্রী শিশু গোপাল সম্প্রদায়, গোপালগঞ্জ শ্রী শ্রী শ্যামাপূজা সম্প্রদায়, ভোলা শ্রী শ্রী গৌর নিতাই সম্প্রদায়, খুলনা শ্রী শ্রী আদি বিবেকানন্দ সম্প্রদায় ও চাঁদপুর শ্রী শ্রী শ্রীরাম সংঘ।
ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি, মহাপ্রসাদ গ্রহণ ও সক্রিয় সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ।



