রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৫:৪৫

লক্ষ্মীপুরে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট নাইট টুর্নামেন্টের খেলার শুভ উদ্বোধন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট নাইট টুর্নামেন্টের খেলার শুভ উদ্বোধন

লক্ষ্মীপুরে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট নাইট টুর্নামেন্ট ২০২৫-এর খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) রাতে সদর উপজেলার লাহারকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে স্পোর্টিং ক্লাব আয়োজন করেন।

এতে স্পোটিং ক্লাবের সভাপতি আকবর হোসেন রিংকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যের পর খেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের এপিপি মো. আব্দুল আহাদ শাকিল। এ সময় বক্তব্য রাখেন-সাবেক কাউন্সিলর রিয়াজ পাটোয়ারী রাজু, প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম, সমাজ সেবক তারেক মোল্লা, জাকির হোসেন ও আবু তৈয়ব।

উদ্বোধনী ব্যাটিংয়ের মাধ্যমে অ্যাডভোকেট শাকিল তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি আগ্রহ ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ সমাজকে মাদক, হতাশা ও অপরাধ থেকে দূরে রাখে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের যুব সমাজকে দেশপ্রেম, শৃঙ্খলা ও ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে।

খেলায় এলাকার শত শত দর্শক উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে সাজানো হয়েছিল আলোকসজ্জা ও উৎসবের রঙে ভরপুর এক আনন্দঘন পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও তরুণরা একত্রিত হয়ে খেলাটি উপভোগ করেন।

উল্লেখ্য, 'শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট নাইট টুর্নামেন্ট' দীর্ঘদিন ধরে স্থানীয় তরুণদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে। এই টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়া অঙ্গনে ঐক্য, বন্ধুত্ব ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে বিবেচিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়