প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৩:১৬
ফরিদগঞ্জে নিরাপদ অভিবাসন সচেতনতায় সিসিডিএ’র প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার
সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকেই প্রতারণার শিকার হন

বিদেশগামী নাগরিকদের নিরাপদ, আইনসম্মত ও ঝুঁকিহীন অভিবাসন নিশ্চিত করতে সিসিডিএ পরিচালিত ‘সিমস’ প্রকল্পের আওতায় এল.জি.আই. শীর্ষক বিশেষ সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
তিনি বলেন, “গ্রামের মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকেই প্রতারণার শিকার হন। ইউনিয়ন পরিষদই তাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত তথ্যকেন্দ্র হতে পারে।” তিনি বিদেশগমনের আগে ভাষা শেখা, কারিগরি দক্ষতা অর্জন এবং সরকার অনুমোদিত প্রক্রিয়া অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ইউনিয়নের নারী-পুরুষ সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা, হিসাবরক্ষক, এবং পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা এতে অংশ নেন।
বৈধ পাসপোর্ট, ভিসা যাচাই, মেডিক্যাল টেস্ট, সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি নির্বাচন, দালাল চক্রের সাধারণ প্রতারণা কৌশল, কর্মসংস্থান, দেশের আইনি কাঠামো এবং জরুরি পরিস্থিতিতে অভিবাসীদের পাওয়ার মতো সরকারি সহায়তা এসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব পায় রেমিট্যান্স ব্যবস্থাপনা ও পরিবারভিত্তিক আর্থিক পরিকল্পনা। পরিবারের সদস্যরা কীভাবে সঠিক আর্থিক সিদ্ধান্ত নেবে, কীভাবে সরকারি রেমিট্যান্স চ্যানেলে অর্থ পাঠানো যায় এসব নিয়েও পরিষদের সদস্যরা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।
সিমস প্রকল্প জানুয়ারি ২০২৫ থেকে দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নে নিরাপদ অভিবাসন, আইনগত সহায়তা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পের লক্ষ্য স্থানীয় পর্যায়ে অভিবাসন ব্যবস্থাপনাকে আরও প্রাতিষ্ঠানিক ও জনবান্ধব করে তোলা।
প্রশিক্ষণ প্রদান করেন নিরাপদ অভিবাসন বিভাগের প্রজেক্ট অফিসার মোহাম্মদ শাহজাহান। সার্বিক সহযোগিতায় ছিলেন পাভেল আল ইমরান।







