রবিবার, ০২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২১:৪৭

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় মানুষের ঢল

এমরান হোসেন লিটন।।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় মানুষের ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক দপ্তর সম্পাদক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রফিকের পিতার জানাজার নামাজে বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মুসল্লির আগমন ঘটে।

শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ৬টায় কাজী রফিকের পিতা আলহাজ্ব মাওলানা ফখরুল ইসলাম কাজী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। পরে একইদিন বাদ মাগরিব মরহুমের নিজ বাড়ি ২নং বালিথুবা ইউনিয়নের সরখাল কাজী বাড়ির মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের পূর্বে মরহুম সম্পর্কে স্মৃতিচারণ করেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এমএ হান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোতাহের হোসেন পাটোয়ারী ও চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী। উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মজিবুর রহমান ভিপি, পৌর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোস্তফা কামাল, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, জেলা যুবদলের সদস্য ফজলুল হক ফজলু, শাহ্ মোহাম্মদ ইকবাল লিটন, ২নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার ওমর ফারুক, বর্তমান সভাপতি ইব্রাহিম হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের গাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন মিয়াজীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মুসল্লি।

উল্লেখ্য, কাজী রফিকের পিতা আলহাজ্ব মাওলানা ফখরুল ইসলাম তাঁর জীবদ্দশায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি মৃত্যুকালে পাঁচ ছেলে এবং তিন মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর সন্তানেরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত। তিনি ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের সরখাল গ্রামের কাজী বাড়ির কৃতী সন্তান। কাজী রফিকুল ইসলাম তার পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন। মৃত্যুকালীন আলহাজ্ব মাওলানা ফখরুল ইসলাম কাজী সাহেবের বয়স হয়েছিলো ৮৫ বছর। কাজী রফিক তাঁর বড়ো সন্তান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়