প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৭:৫৪
রক্তাক্ত ২৮ অক্টোবরে চাঁদপুর শহর ছাত্রশিবিরের আলোকচিত্র প্রদর্শনী

'রক্তাক্ত ২৮ অক্টোবর : যে শাহাদাত প্রেরণা যোগায়' এ স্লোগানকে ধারণ করে
|আরো খবর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার আয়োজনে রক্তাক্ত ২৮ অক্টোবর লগিবৈঠার তাণ্ডবে শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর মাইক্রোস্ট্যান্ডে এ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল।
ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি জাহিদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর শহর জামাতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, শহর জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, ১২ নং ওয়ার্ড জামায়াতের আমির গোলাম মাওলাসহ ছাত্র শিবিরের শহরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তাণ্ডবে প্রিয় মাতৃভূমি রক্তাক্ত জনপদে পরিণত হয়েছিলো। ইতিহাসের সেই বর্বরতম অধ্যায়কে বর্তমান প্রজন্মের সামনে উন্মোচিত করতে আয়োজন করা হয়েছে এ আলোকচিত্র প্রদর্শনী।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








