প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২০:১১
চাঁদপুর জেলা রোভারের ৬৮তম জোটা ও ২৯তম জোটি সম্পন্ন

বিশ্ব স্কাউটস সংস্থার আয়োজনে বিশ্বব্যাপী ১৭-১৯ অক্টোবর ৬৮তম জোটা (Jamboree on the Air-JOTA) ও ২৯তম জোটি (Jamboree on the Internet-JOTI) অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ স্কাউটস-এর সকল উপজেলা, জেলা ও অঞ্চলে একযোগে জোটা-জোটি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা রোভারের আয়োজনে শনিবার (১৮ অক্টোবর ২০২৫) চাঁদপুর সরকারি কলেজ কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়েছে ৬৮তম জোটা ও ২৯তম জোটি ২০২৫।
|আরো খবর
রোভার স্কাউট লিডার মো. মজিবুল হক গাজীর সঞ্চালনায় অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার কমিশনার মো. শাহজাহান সিদ্দীক।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের লিডারগণ, রোভার প্রতিনিধি এবং বিভিন্ন কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।
৬৮তম জোটা ও ২৯তম জোটির সার্বিক দায়িত্বে ছিলেন বাংলাদেশ স্কাউট চাঁদপুর জেলা রোভার সম্পাদক রোটারিয়ান মো. ফয়সাল আহম্মেদ ফরাজী।