প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১:২৪
হাইমচর ও নীলকমল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ
মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে আগামী নির্বাচনে হাতপাখায় ভোট দিন
----------শেখ মোহাম্মাদ জয়নাল আবেদীন

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মাদ জয়নাল আবেদীন হাইমচরে দিনব্যাপী ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল থেকে তিনি হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন ও ৫নং হাইমচর ইউনিয়নের সাহেবগঞ্জ, সরকারকান্দি, মিয়ার বাজার, চেয়ারম্যান বাজার ও ঈশানবালা বাজারে দিনব্যাপী হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
|আরো খবর
গণসংযোগ ও পথসভায় শেখ মোহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও এ অঞ্চলের মানুষ যে এখনও সুবিধাবঞ্চিত সেটি দেখে আমরা অবাক হচ্ছি। নাগরিকদের যেই মৌলিক অধিকার রয়েছে, সেটির ন্যূনতমও এখানে নেই। আমরা জানি, দেশের প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকারগুলো সমান। কিন্তু এখানকার মানুষ মৌলিক অধিকার শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আমি দুদিন যাবত চাঁদপুর-৩ সংসদীয় আসনের চরাঞ্চলে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি। এখানকার মানুষ কতোটা অধিকার বঞ্চিত, বাস্তবে না দেখলে সেটি বোঝা যাবে না। এখানে নেই ভূমি ব্যবস্থাপনা, নেই পর্যাপ্ত শিক্ষা ক্ষেত্র ও ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা। বিচ্ছিন্ন এসব এলাকার মানুষ ব্যাপকভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব চিত্র দেখে সেটিই প্রমাণ হয় যে, যেসব সরকার বিগত দিনে রাষ্ট্র ক্ষমতায় ছিলো, তারা মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেনি। এলাকার মানুষের ভোট নিয়েছে ঠিকই, কিন্তু মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হয়নি। আমরা মানুষের কাছে গিয়েছি, তাদের কথাগুলো শুনেছি। আমরা এটা নিশ্চিত করে বলতে পারি, নির্বাচনে আমরা বিজয়ী হই বা না হই, সাধ্য অনুযায়ী এসব মানুষের পাশে দাঁড়াবো। আর যদি আমরা তাদের ভোটে নির্বাচিত হতে পারি, তবে এই এলাকার শিক্ষা, যোগাযোগ ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। সবসময় চরাঞ্চলের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে আগামী নির্বাচনে হাতপাখায় ভোট দিন। তিনি বলেন, এতোটুকু অন্ততপক্ষে নিশ্চিত হতে পারেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে চুরি, ডাকাতি ও দুর্নীতি হবে না। ইনসাফভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এজন্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। যাতে দেশের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের হাইমচর উপজেলা সেক্রেটারী ফখরুল ইসলাম শিমুল, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, জেলা যুব নেতা মোহাম্মদ নেয়ামতুল্লাহ ফরিদ, হাইমচর উপজেলা যুব আন্দোলনের সভাপতি নুরুল ইসলাম হাওলাদার, জেলা ছাত্র আন্দোলনের নেতা নাসিরুল্লাহ বাহাদুর, ৪নং নীলকমল ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি রেহান উদ্দীন পেদা, ৫নং হাইমচর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি রাজা মিয়া সরদার, নীলকমল ইউনিয়ন ইসলামী আন্দোলনের সহ-সভাপতি সানাউল্লাহ গাজী, সেক্রেটারী মোহাম্মদ আক্তার হোসেন সরদার, ১নং গাজীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারী সোহাগ তালুকদার, নীলকমল ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি ইব্রাহিম খলিল, ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি আতিক আল মামুন প্রমুখ। এছাড়া ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির দায়িত্বশীলগণ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।