বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০০:০০

এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

পশ্চিম সকদীতে বোনের ছেলেকে বিয়ে করলেন খালা!

পশ্চিম সকদীতে বোনের ছেলেকে বিয়ে করলেন খালা!
সোহাঈদ খান জিয়া

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম সকদী গ্রামে বোনের ছেলেকে বিয়ে করলেন খালা। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর ২০২৫)।

জানা যায়, পশ্চিম সকদী গ্রামের জুয়ার বাড়ির মোস্তফার মেয়ে খাদিজার সাথে একই বাড়ির চাচাতো বোনের ছেলে ফরিদগঞ্জ উপজেলার খাড়খাদিয়া গ্রামের ওয়াপদা অফিস সংলগ্ন হুতার বাড়ির

কালুর ছেলে প্রবাসী আহাদের বিয়ে হয়। বিয়ের পর আহাদ স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলে ছেলের মা চাচাতো বোনকে ছেলের বউ হিসেবে

দেখে অজ্ঞান হয়ে পড়েন। এ নিয়ে মেয়ের বাবার বাড়ি ও ছেলের বাড়িতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একটি সূত্র জানায়, খাদিজা প্রেমের সুবাদে ঘর ছেড়ে চলে যায় একই এলাকার এক ছেলের সাথে। সেখান থেকে এনে তাকে অন্যত্র বিয়ে দেয়া হয়। সেখানে খাদিজা ১ সন্তানের মা হয়। কোনো একসময় আহাদের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে । আহাদ প্রবাস থেকে দেশে আসবে এ খবর শুনে খাদিজার মা হালিমা বেগম মেয়েকে সেখান থেকে তালাক দিয়ে নিয়ে আসে। আহাদ দেশে আসলে খাদিজার মায়ের সহযোগিতায় আহাদ তার সম্পর্কীয় খালাকে বিয়ে করে।

এলাকার সচেতন ক'জন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, মোস্তফার স্ত্রী হালিমা বেগম তার মেয়েকে ভাগ্নে আহাদের সাথে বিয়ে দেয়। খাদিজার আগের স্বামীর সংসার ভেঙ্গে এনে এ বিয়ে দেয়া হয়েছে। আহাদের বিদেশি টাকা দেখে মা মেয়েকে ভাগ্নের সাথে বিয়ে দেয়। এমনকি সে মেয়েকে দিয়ে কাবিন-ব্যবসা শুরু করে দিয়েছে। তাদের বিচার হওয়া উচিত।

এ ব্যাপারে ছেলের পরিবার বলেন, আমরা এ বিয়ে মানি না। তাদের বিচার হওয়া উচিত।

ইউপি সদস্য মো. মুনসুর খান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এটা একটা অন্যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়