মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৬:৫৩

ম্যাজিস্ট্রেট আসলে তারা থাকে না

হাজীগঞ্জ ব্যুরো।।
ম্যাজিস্ট্রেট আসলে তারা থাকে না
হাজীগঞ্জ বাজারে হকার বসা বন্ধে অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। ছবি : চাঁদপুর কণ্ঠ।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নির্দেশে

হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে হাজীগঞ্জ বাজারকে হকারমুক্ত করা হয়েছে। কয়েক মাস না যেতেই হকাররা ধীরে ধীরে ফুটপাথে বসার এসিড টেস্ট শুরু করেছে। যে কারণে হকার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হচ্ছে। ম্যাজিস্ট্রেট বাজারে আসার খবরে সব হকার দ্রুত বেগে সটকে পড়ে। গত কিছুদিন ধরেই এমন অবস্থা পরিলক্ষিত হচ্ছে।

সরজমিনে দেখা যায়, গত প্রায় দু সপ্তাহ ধরে দুপুরের পর থেকে দু একজন করে সড়কের পাশে হকার বসতে শুরু করে। পূর্বের মতো গড়ে না বসলেও কিছু হকার বসতে শুরু করেছে। এর মধ্যে প্রায় দিন ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ভ্যানগাড়িসহ মালামাল জব্দ করে এতিমখানাতে দেয়া হচ্ছে। এতো কিছুর পরেও হকার বসা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।

হকার বসা পুরোপুরি বন্ধ করে দিতে মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৫) দুপুরে যৌথ বাহিনী ও পৌরসভার সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। এদিন তিনি একাধিক ভ্যান গাড়িসহ মালামাল জব্দ করেছেন। এরপরেই জব্দকৃত মালামাল এতিমখানাতে দেয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, আমাদের গাড়ি দেখামাত্র সড়কের পাশে বসা ব্যবসায়ীরা সটকে পড়ে। যে ক'জন পাই তাদের মালামাল জব্দ করে এতিমখানাতে দেয়া হচ্ছে। তবে আমাদের এ অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়