মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২১:১২

বিশ্ব বসতি দিবসের আলোচনায় বক্তাগণ

পরিকল্পিত নগরায়ন টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি

স্টাফ রিপোর্টার।।
পরিকল্পিত নগরায়ন টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি

সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুর জেলায় পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৫। এবারের প্রতিপাদ্য ছিলো ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া'।

জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদফতর, চাঁদপুর-এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাসিম রহমান টিটো। সভায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকা‌রিয়া প্রমুখ।

প্রধান অতিথিসহ বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ন একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। প্রতিটি নাগরিকের জন্যে নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শহরের উন্নয়ন কেবল অবকাঠামো নয়, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা চাই, চাঁদপুর হোক একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব শহরের মডেল।

সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, চাঁদপুর ডেভেলপার অ্যাসোসিয়েসনের নেতৃবৃন্দ, ঠিকাদার, বিভিন্ন পেশাজীবী ও সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘ ১৯৮৫ সালে বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৯৮৬ সাল থেকে এটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়