মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২০:৫৬

পরিবেশগত মৌলিক সমস্যাসমূহ এবং এ সকল সমস্যা হতে উত্তরণে করণীয়' শীর্ষক অংশীজন সভায় জেলা প্রশাসক

পরিবেশ রক্ষার্থে আমাদের সকলকে কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার।।
পরিবেশ রক্ষার্থে আমাদের সকলকে কাজ করতে হবে

'

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, পরিবেশ রক্ষার্থে আমাদের সকলের কাজ করতে হবে। নদীমাতৃক চাঁদপুরে নদী ভরাট হয়ে যাচ্ছে। নদী বাঁচলে আমাদের পরিবেশ বাঁচবে। এছাড়া নদী ভাঙ্গনের ফলে আরো একটি সমস্যা হচ্ছে বাস্তুচ্যুতদের নিয়ে। নদীভাঙ্গন না কমালে বাস্তুচ্যুতদের মাধ্যমেও পরিবেশ দূষণ হবার একটি কারণ বলা যেতে পারে। নদী ভাঙ্গন কমালে বাস্তুচ্যুতদের কমানো সম্ভব হবে।

সোমবার (৬ অক্টোবর ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার প‌রি‌বেশগত মৌ‌লিক সমস‌্যাসমূহ এবং এ সকল সমস‌্যা হ‌তে উত্তর‌ণে করণীয় শীর্ষক অংশীজন সভায় সভাপ্রধানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্মুক্ত আলোচনার আলোচিত বিষয়গুলো প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ডুবোচরসহ আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে পরিকল্পিতভাবে বালু উত্তোলনের প্রয়োজন আছে। কিন্তু অপরিকল্পিতভাবে বালু উত্তোলন আমাদের জন্যে অনেক ক্ষতিকর। যৌক্তিক মাধ্যমে বালু উত্তোলনের ইজারা দিতে পারলে পরিবেশের ক্ষতি হতো না।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা একেবারে ভালো নয়। যার কারণে সামাজিক বিপর্যয় ঘটতেই থাকবে, যা পরিবেশ দূষণ করবে। এ জেলায় পলিথিনের কারণে সামগ্রিক পরিবেশ নষ্ট হচ্ছে। শব্দ দূষণ শুধু এ জেলায় নয়, সব জেলাতেই হচ্ছে। যত্রতত্র নিয়ম না মেনে মাইকের ব্যবহার করা হচ্ছে, যা শব্দ দূষণের অন্যতম কারণ।

জেলা প্রশাসক বলেন, আমাদের ড্রেনেজ ব্যবস্থার অবস্থাও তেমন ভালো নেই। যা কিছু রয়েছে তাও বন্ধ হয়ে গেছে, যা পরিবেশ দূষণ করছে। ইটভাটার প্রভাব তাৎক্ষণিক না পাওয়া গেলেও বেশ কিছুদিন পরে তার প্রভাব দেখা যায় ক্যান্সারসহ বিভিন্ন রোগের মাধ্যমে। মেডিক্যাল বর্জ্যের জন্যে ডাম্পিং স্টেশনের আলাদা জায়গা থাকতে হবে। এ ব্যাপারে খেয়াল রাখতে হবে।

পরিশেষে সকলকে আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে অনেক আলোচনা হয়েছে, কিন্তু সমাধান আসেনি। সমস্যা জানি, সমাধানও জানি, কিন্তু বাস্তবায়ন পারছি না। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকের সভায় যারা আছেন তারা অন্তত বুঝতে পেরেছেন পরিবেশ রক্ষায় কী কী ভূমিকা রাখা যায়। এ আয়োজনের উদ্দেশ্য হচ্ছে সমস্যা মনে করিয়ে দেয়া বা তাগিদ দেয়া। এসব আলোচ্য বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে।

সভায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, সি‌ভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকা‌রিয়া, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার খায়রুল ক‌বির, চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি র‌হিম বাদশা, সধারণ সম্পাদক কা‌দের পলাশ, ক্লিন চাঁদপু‌র-এর সভাপ‌তি অ্যাড. মো. নূরুল আ‌মিন খান আকাশ প্রমুখ।

প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের প‌রিদর্শক শ‌র্মিতা আহমেদ ‌লিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রা‌খেন প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো. মিজানুর রহমান।

সভার উন্মুক্ত আ‌লোচনা পর্বে বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পুরাণবাজার ডিগ্রি ক‌লে‌জের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শো‌য়ায়েব, প্রথম আ‌লোর জেলা প্রতি‌নিধি আলম পলাশ, প‌রি‌বেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউ‌ন্ডেশন ‌জেলা শাখার সভাপ‌তি মোসা‌দ্দেক আল আ‌কিব, বাংলা‌দেশ হো‌টেল রে‌স্তোরাঁ মা‌লিক স‌মি‌তি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতি‌নি‌ধি মাহবুব আলম, কচুয়া ব্রিক ফিল্ড মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি র‌বিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব‌বিদ্যালয়ের ছাত্র আ‌নোয়ার হো‌সেন, চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের শিক্ষার্থী প্রতি‌নিধি শাহ পরান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়