প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২০:২৩
নারায়ণপুর ইউনিয়ন পরিষদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

মতলব দক্ষিণে নারায়ণপুর পৌরসভা বাতিল করে ইউনিয়ন পরিষদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) বাদ আসর নারায়ণপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে নারায়ণপুর-জোড়পুল সড়কের সাহারপাড় তিন রাস্তার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক মিঞা মো. মামুন, আনিসুর রহমান মাস্টার, বুলবুল মিঞা, এসএম কামাল, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ফখরুল ইসলাম হিরাসহ স্থানীয় এলাকাবাসী।
|আরো খবর
মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণপুর ইউনিয়নের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। বিগত সরকারের একজন এমপির হটকারী সিদ্ধান্তের কারণে এটিকে পৌরসভা করা হয়। যা ইউনিয়নের খেটে খাওয়া মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করা হয়েছে। পৌরসভা গঠন করে করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে এ অঞ্চলের সাধারণ মানুষের উপর। তাই আমরা এই অযৌক্তিক পৌরসভা চাই না। আমরা ইউনিয়ন পরিষদ পুনর্বহাল চাই। মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।