প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৩:১২
বেতন বৈষম্য নিরসনসহ ৬দফা দাবিতে
ফরিদগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ফরিদগঞ্জে ৬ষ্ঠ দিনের মতো কর্মবিরতি চলছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল থেকে তারা কাজ বন্ধ রেখে বেতন বৈষম্য নিরসনসহ ৬ দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে। অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি মো. মাসুদ আলম মিজির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুন্নি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, শরীফ খান প্রমুখ।
বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। ন্যায্য দাবি বাস্তবায়নের জন্যে আন্দোলন করেও কোনো লাভ হচ্ছে না। বাধ্য হয়ে তারা ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। তাদের অন্য দাবিগুলো হলো : নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগতযোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।
সভাপতি তার বক্তব্যে বলেন, করোনাকালীন সময়সহ যে কোনো দুর্যোগে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে স্বাস্থ্য সহকারীরা সর্বদা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে নিরলস কাজ করে চলছে। অথচ বছরের পর বছর ধরে তারাই সবচে' বঞ্চিত। সরকার আসে আর যায়, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমাদের ৬ দফা দাবি যৌক্তিক ও গ্রহণযোগ্য, এ কথা সকলেই বলেন। কিন্তু কার্যকর কেউই করছেন না। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছি। আমাদের দাবি দ্রুত না মানা না হলে সামনের দিনগুলোতে বিশেষ করে টিকাদানে প্রভাব পড়লে আমরা এর জন্যে দায়ী হবো না। তাই অনতিবিলম্বে আমাদের ন্যায্য দাবি মেনে আমাদেরকে আমাদের কর্মে ফেরার সুযোগদানের অনুরোধ করছি।