প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৩:০৩
মতলবে বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মতলব দক্ষিণ উপজেলার বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের আয়োজনে সোমবার (৬ অক্টোবর ২০২৫) উপজেলা পরিষদ সম্মুখে এস আলমের অবৈধ নিয়োগ বাতিল এবং দক্ষ-যোগ্য কর্মকর্তা কর্মচারী নিয়োগের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করা, অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগদানের ব্যবস্থা করা ও ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের সদস্যবৃন্দ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের সভাপতি মারুফ হোসেন মানিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সিয়াম প্রমুখ। এ সময় বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।