সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ২১:৫৩

চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় হট্টগোল

চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় হট্টগোল
অনলাইন ডেস্ক

চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি শেষে আলোচনা সভায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চাঁদপুরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার (৫ অক্টোবর ২০২৫) দুপুর ১২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হলরুমে এ ঘটনা ঘটে।

আলোচনা সভায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আবদুল মাননান তার বক্তব্যে শিক্ষক নিয়োগে বিগত দিনের অনিয়ম, নিয়োগ-বাণিজ্য ও তদবিরের মাধ্যমে অনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কিছু শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “শিক্ষকতা একটি মহান পেশা, এখানে অযোগ্য ও তদবিরে নিয়োগ পাওয়া লোকদের অবস্থান থাকলে তা শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করে।”

তাঁর এই বক্তব্যের পরপরই সভাস্থলে উপস্থিত কয়েকজন শিক্ষক তীব্র প্রতিক্রিয়া জানান এবং হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে সভার পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন উপস্থিত সকলকে শান্ত থাকার আহ্বান জানান এবং সভার শৃঙ্খলা ফিরিয়ে আনেন।

জেলা প্রশাসক বলেন, “এ ধরনের গুরুত্বপূর্ণ দিনে আমাদের উচিত ছিলো পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করা এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করা।”

উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। তবে আলোচনার মূল উদ্দেশ্য ছাপিয়ে বিতর্কিত বিষয়টি সভার কেন্দ্রবিন্দু হয়ে উঠে। সূত্র : দৈনিক জনকণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়