সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ২১:৪০

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালিশেষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

শিক্ষকরা সব সময়ের জন্যেই সম্মানিত, কেবল একটি দিবসে নয়

শিক্ষকরা সব সময়ের জন্যেই সম্মানিত, কেবল একটি দিবসে নয়
অনলাইন ডেস্ক

শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি' এমন প্রতিপাদ্যে চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। এ উপলক্ষে রোববার (৫ অক্টোবর ২০২৫) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগ চাঁদপুর-এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে র‌্যালি বের করা হয়, যেটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, যারা ন্যাশন বিল্ডিং তথা জাতি গড়ার কাজ করছেন, তারা হলেন আপনারা শিক্ষকরা। বিশ্বে বিভিন্ন দিবস রয়েছে। কিন্তু এই বিশ্ব শিক্ষক দিবস একটিমাত্র ব্যক্তিকে কেন্দ্র করে হচ্ছে তা হলো একজন আদর্শ শিক্ষক। আপনারা জাতিগতভাবে কী ধরনের ভূমিকা রাখতে পারেন, আপনারা সমাজে কীভাবে পরিচিত সেটা তুলে ধরেই বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে।

তিনি আরো বলেন, বিশ্ব শিক্ষক দিবস ছাড়াও আপনাদেরকে সম্মান ও মর্যাদা দেয়া হয়। এটা একদিনের জন্যে নয়, এটি সব সময়ের জন্যে। অর্থাৎ শিক্ষকরা সব সময়ের জন্যেই সম্মানিত, কেবল একটি দিবসে নয়। যারাই আজ প্রতিষ্ঠিত তাদের সকলের পেছনেই শিক্ষকের অবদান রয়েছে। শিক্ষকদের মূল্যায়ন, তাদের অবস্থান অনেক উপরে। সমাজে অনেক গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দরকার হয়, তখন শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ শুরু করতে হয়। লেখাপড়া ছাড়াও কিন্তু শিক্ষকরা সমাজে পরামর্শ দিয়ে থাকেন। অর্থাৎ শিক্ষকরা সৎ পরামর্শ দেন, স্বার্থহীন পরামর্শ দেন, শিক্ষকরা নৈতিক পরামর্শ দেন।

জেলা প্রশাসক আরো বলেন, আমাদের মধ্যে আমরা ব্যক্তিগত ক্রোধ না রাখি, স্বার্থান্বেষী না হই এবং গোষ্ঠীগত সমস্যা না টেনে নিয়ে আসি। আমরা আমাদের সমাজে শিক্ষকদেরকে সম্মান করবো, তাদের প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ টেনে নিয়ে জটিলতা সৃষ্টি করবো না। এ সময় একজন শিক্ষককে দেখিয়ে তিনি বলেন, আজকে বিশ্ব শিক্ষক দিবস, অথচ আপনি টিশার্ট পরে এসেছেন। এটা আপনার পেশাদারিত্বের সাথে যায় না।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমার সভাপতিত্বে এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মাননান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে মোহাম্মদ আলী জিন্নাহ। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম, হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান খান, আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জিয়াউদ্দিন খন্দকার, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ইকবালুর রহমান।

বক্তারা বলেন, মানসম্মত শিক্ষাই জাতির উন্নতির প্রধান মাধ্যম। অতিরিক্ত জনসংখ্যার কারণে দক্ষ মানব সম্পদ দেশের একমাত্র অবলম্বন। দেশে আয়তনের তুলনায় বিশাল জনসংখ্যা, যা কেবল মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষিত করলেই বিশ্ব বাজারে সমাদৃত হবে।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মকবুল আহমেদ এবং গীতা পাঠ করেন বিদ্যুৎ সরকার।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়