প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৯:৩৩
ভোটকেন্দ্র স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফরিদগঞ্জের লাউতলীবাসীর

ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৫০নং লাউতলী ডা. রশীদ আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোট কেন্দ্র স্থানান্তর নিয়ে চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
|আরো খবর
রোববার (৫ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লাউতলী ডা. রশীদ আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় রাজনীতিবিদ ও সাবেক বিজিবি সদস্য মোহাম্মদ শাহজাহান বেপারী, খোরশেদ আলম মুহুরী, ব্যাংকার মো. আশিকুর রহমান, ছাত্রদল নেতা হৃদয় দেওয়ান, সাবেক বিজিবি সদস্য হুমায়ুন কবির, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবক রিয়াদ আখন্দ, উপজেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য রিয়াদ হোসেন, ব্যবসায়ী শরিফ হোসেন ও প্রবাসী মাহবুব আলম পলাশ।
বক্তারা বলেন, উপজেলার আদর্শ গ্রাম খ্যাত একমাত্র গ্রাম লাউতলী। এই গ্রামে অনেক গুণী লোকের বাস। যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অধিষ্ঠিত। এই গ্রামের অধিবাসীরা রাজনৈতিক সচেতন। তাই এখানে কোনো প্রকার হিংসা ও হানাহানির ঘটনা নেই। রাজনৈতিক দলগুলোও নিজেদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে। গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লাউতলী ডা. রশীদ আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজটি জাতীয় নির্বাচনে ব্যবহার হয়ে আসছে। সে কারণেই গত তিন দশক ধরে এই কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। ওয়ার্ডের এই অংশে ভোটার সংখ্যা ২ হাজার ৮ শতাধিক। অন্যদিকে কুচক্রী মহল যেখানে ভোট কেন্দ্র স্থানান্তর করতে চাচ্ছে, সেখানে ২৮৪জন ভোটার। তাই তাদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে হতে দেয়া যাবে না। আমরা তাই আজ এই ভোট কেন্দ্র স্থানান্তর চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। যেখানে দলমত নির্বিশেষে সকল মানুষ অংশ নিয়েছে। আমাদের দাবি একটাই, জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র এখাানেই থাকতে হবে। প্রয়োজনে নিরাপত্তা ও বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থে স্থানীয় নির্বাচনও এখানে করার দাবি জানাচ্ছি। তারা বলেন, যারা এই চক্রান্তের সাথে জড়িত তারা পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও মাদক ব্যবসার সাথে জড়িত। আমরা কখনোই মাদক ব্যবসায়ীদের কাছে মাথা নত করবো না। আপানারা জানেন এই ওয়ার্ডের জনপ্রতিনিধির নামেও বেশ ক'টি মাদক মামলা রয়েছে। মূলত তার নেতৃত্বেই এই ভোট কেন্দ্র স্থানান্তর চেষ্টা চলছে। আমরা তা হতে দিতে পারি না। এর ব্যত্যয় ঘটলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে এলাকা প্রদক্ষিণ করেন।
ক্যাপসন : ভোটকেন্দ্র স্থানান্তর চেষ্টার প্রতিবাদে ফরিদগঞ্জের লাউতলী গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এলাকাবাসীর।