সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২:৫৫

মতলবে হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি পালন

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি পালন

বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে নিয়োগ বিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা কর্মবিরতি পালন করছেন। শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি পালন শুরু করা হয়।

বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মো. খোরশেদ আলমের সঞ্চালনায় কর্মবিরতিকালে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হাসিনা মমতাজ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি মো. মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার, সদস্য মো. ইউসুফ, স্বাস্থ্য সহকারী মো. নয়ন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের ৬দফা দাবি সমূহ দ্রুত বাস্তবায়ন করে কাজে ফেরানোর জন্যে সরকারের পদক্ষেপ কামনা করছি। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত অনিদিষ্টকালের জন্যে আমাদের এ কর্মসূচি চলমান থাকবে। আমাদের ন্যায্য দাবি বাস্তবায়িত হলে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরো সুদৃঢ় হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়