প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৮
সড়কে সশস্ত্র হামলার শিকার এমবিবিএস ডাক্তার, অবশেষে মামলা হলেও উদ্ধার হয়নি লুট হওয়া মালামাল

লক্ষ্মীপুরের রায়পুরে বাড়ি ফেরার পথে রাতে সড়কে সশস্ত্র ডাকাত দলের হামলার শিকার হয়েছেন একজন এমবিবিএস ডাক্তার। এ ঘটনার ৭দিন পর থানায় মামলা হলেও নতুন মোটরসাইকেলটি ও আইফোন-টাকাসহ মালামালগুলো উদ্ধার করতে পারছে না পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় এই অভিযোগ করেছেন রায়পুর মা মনি স্পেশালাইসড হাসাপাতালের ডাক্তার সামছুল আরেফিন।
|আরো খবর
রায়পুর-পানপাড়া সড়কে ডাকাতির ঘটনায় অবশেষে বৃহস্পতিবার সন্ধায় (২ অক্টোবর ২০২৫) অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেছেন আহত ডাক্তার শামছুল আরেফিন।
ডাক্তার আরেফিন জানান, তিনি রামগঞ্জ হোলি হোপ ও ল্যাবএইড হাসপাতালে পিজিটি (অ্যানেসথেসিয়া) চিকিৎসক হিসেবে কর্মরত।
গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রায়পুর শহরে মা-মনি স্পেশালাইজড হাসপাতালে জরুরি সিজারিয়ান অপারেশন করাতে আসেন। রাত সাড়ে ৩টার দিকে তিনি রায়পুরের কেরোয়া ইউনিয়নের পানপাড়া- সড়ক হয়ে মোটরসাই কেলযোগে রামগঞ্জ শহরে যাচ্ছিলেন।
পথিমধ্যে আমিন উল্যা মেস্তুরী বাড়ির সামনের দাস বাড়ি ব্রিজ এলাকায় ডাক্তার পৌঁছলে ৮-৯ জনের সশস্ত্র ডাকাত দল তার হাত ও পা-তে আঘাত করে। এ সময় সঙ্গে থাকা নগদ টাকা, একটি আইফোন, হর্নেন্ট-২ ভার্সনের নতুন মোটরসাইকেল, মানিব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায় ডাকাত দল।
এ ঘটনায় গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি লিখিতভাবে রায়পুর থানায় অভিযোগ করেন। অবশেষে সাতদিন পর মামলা রেকর্ড হলেও লুট হওয়া মালামালগুলো উদ্ধার বা কাউকে আটকও করতে পারছে না পুলিশ। ওইদিন টহল পুলিশের এসআই জসিম উদ্দিন কোনো ব্যবস্থা না নিয়ে ডাক্তার আরেফিনকে পুলিশের গাড়িতে সীমান্ত এলাকায় পানপাড়া বাজারে নামিয়ে রামগঞ্জে চলে যেতে বলেছেন।
এ ঘটনায় রামগঞ্জ ও রায়পুর উপজেলার চিকিৎসক সমাজ তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডাকাতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ডাক্তার লিখিত অভিযোগ দিয়ে চলে গেছেন, মামলার কথা বলেননি।মোটরসাইকেল সহ মালামাল উদ্ধারে অভিযান চলছে।