প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ২৩:২১
হাইমচরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে অ্যাড. শাহজাহান মিয়া

হাইমচর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর সদর-হাইমচর আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
|আরো খবর
বুধবার (১ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় তিনি উপজেলার শ্রী শ্রী রাধা মন্দির (৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রাম), শ্রী শ্রী দুর্গা দেবীর মন্দির (২নং আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রাম), শ্রী শ্রী গৌরনিতাই মন্দির (৬নং চরভৈরবী ইউনিয়নের উত্তর চরভৈরবী গ্রাম) ও কেন্দ্রীয় মন্দির (৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের কালিখোলা বাজার) পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজারি, মণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদক এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পূজা উদযাপন উপলক্ষে মণ্ডপ কর্তৃপক্ষের খোঁজখবর নেন এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই এই মাটিতে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আমি চাই আমাদের এই সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী হোক।
তিনি আরও বলেন, আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তবে সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা কাজ করবো। পূজা-পার্বণে যেন কেউ কোনোরূপ হয়রানির শিকার না হয় সে জন্যে আমি প্রশাসনকেও যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারী মুহাম্মদ জসিম উদ্দিন বাহার, সহকারী সেক্রেটারি সাইফুর রহমান আশরাফী, ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের আমির মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি আবু হানিফ মাস্টার, উপজেলা ওলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আলী আকবর, ২নং আলগী উত্তর ইউনিয়নের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি হাফিজ আহমদসহ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ।