প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ২৩:১৭
শ্রীমঙ্গলে বিজয়া শোভাযাত্রায় মানুষের ঢল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাজার হাজার ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে বিজয়া দশমীর শোভাযাত্রা শেষে নিজ নিজ এলাকায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ে উৎসব দুর্গাপূজা।
|আরো খবর
বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে তিনটায় মৌলভীবাজার সড়কের সার্বজনীন দুর্গাবাড়ির সামনে থেকে শুরু হয় বিজয়া দশমীর শোভাযাত্রা।
ট্রাকে করে প্রতিমা নিয়ে শোভাযাত্রায় শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদ, পৌর শাখা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার সনাতনী শোভাযাত্রায় অংশ নেয়।