শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ২২:৫৩

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫

চাঁদপুর সদর ও হাইমচরে জেলা প্রশাসকের পথসভা

অনলাইন ডেস্ক
চাঁদপুর সদর ও হাইমচরে জেলা প্রশাসকের পথসভা

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ আগামীকাল ৪ অক্টোবর শুরু হচ্ছে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এই ২২ দিন ইলিশ মাছ আহরণ, বিক্রয়, পরিবহন বন্ধ থাকবে। এ অভিযানকে সামনে রেখে বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন হাইমচর উপজেলা এবং চাঁদপুর সদর উপজেলার নদী তীরবর্তী জেলে পল্লী, মাছের আড়তসহ বিভিন্ন জায়গায় পথসভায় অংশগ্রহণ করেন। পথসভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজন।

এসব পথসভায় জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলেরা ইলিশ আহরণের এই নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা থেকে বিরত থেকে এই মূল্যবান মৎস্যসম্পদ রক্ষা করার অঙ্গীকার করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়