শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৯:১৮

কমরেড আব্দুর রহমানের ৩০ মৃত্যুবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি।।
কমরেড আব্দুর রহমানের ৩০ মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদের সাবেক সভাপতি, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকালে প্রয়াতের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আলোচনা সভা কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বাসদের সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার। আলোচনা সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন বাবর।

সভায় বক্তারা বলেন, কমরেড আব্দুর রহমান আমৃত্যু কমিউনিস্ট ছিলেন। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্যে তিনি ছাত্র জীবন থেকে ছাত্র ইউনিয়নের মাধ্যমে সংগ্রাম চালিয়ে যান। ছাত্রদের মাঝে অসম্ভব জনপ্রিয়তা হওয়ায় তিনি ছাত্র ইউনিয়নের প্যানেল থেকে এককভাবে ভিপি নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি কমিউনিস্ট আদর্শে দীক্ষিত হয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হন। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধে অংশ নেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়