বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০১:১০

শ্রীমঙ্গলে আনসার ও ভিডিপির সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালকের পূজা মণ্ডপ পরিদর্শন

মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে আনসার ও ভিডিপির সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালকের পূজা মণ্ডপ পরিদর্শন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক জিয়াউল হাসান বিভিএমএস,পিএএমএস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি গত ২৭ সেপ্টেম্বর শনিবার উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে যান। এ সময় তার সফরসঙ্গী ছিলেন মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি মৌলভীবাজার শাহ নেওয়াজ হোসেন, শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন (২৪ বিএন) সহকারী পরিচালক মো. জাহিদ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শ্রীমঙ্গল তোফায়েল আহমেদ, ৫নং কালাপুর ইউনিয়নের আনসার ও ভিডিপি দলনেতা মনছুর আহমদ। পরিদর্শনকালে উপ-মহাপরিচালক পূজামণ্ডপে আগত পূজারী, দর্শনার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।

একইসঙ্গে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত

আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, “ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রতিটি পূজামণ্ডপে আনসার ও গ্রাম পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলায় ১৭০ টি পূজা মণ্ডপে ১ হাজার ৪৬ জন আনসার ও ভিডিপি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়া আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়