প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০১:০২
আবহমানকাল থেকে আমাদের মধ্যে সম্প্রীতির যে ঐক্য গড়ে উঠেছে, তা আজন্ম বহমান থাকবে
......................... সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিই হলো বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দল। কারণ তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মত-পথের লোকজনকে সাথে নিয়ে রাজনীতি করে। আমাদের দলের প্রধান থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মী পর্যন্ত সকলেই একই চেতনায় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি আবহমান কাল থেকে আমাদের মধ্যে সম্প্রীতির যে ঐক্য গড়ে উঠেছে, তা আজন্ম বহমান থাকবে। আমরা প্রত্যেকেই আমাদের উৎসবের সময় একসাথে আনন্দ ভাগাভাগি করি। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির লোকজনই এগিয়ে সর্বদা। সবসময়ে তারা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের সকল অনুষ্ঠানে পাশে থেকে সুন্দরভাবে অনুষ্ঠান পালনে সহযোগিতা করেছে। এই সময়েও আমরা আপনাদের পাশে রয়েছি। আশা করছি আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির বিজয় হবে। সেই বিজয়ের মাধ্যমে আমরা আমাদের সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করবো। আমার বিশ্বাস আপনারা এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের পাশে থাকবেন।
|আরো খবর
২০২৪ সালের ৫ আগস্ট এদেশ থেকে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর দেশে একটি অশুভ চক্র দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। এর থেকে আমাদের সাবধান থাকতে হবে। সতর্ক থাকতে হবে।
বুধবার (১ অক্টোবর ২০২৫) রাতে ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া ও দাসপাড়া যুবসংঘের দুর্গাপূজা মণ্ডপ এবং দক্ষিণ ধানুয়া দাসপাড়া যুবসংঘ, রূপসা সর্বমঙ্গলা সংঘের পূর্জ মণ্ডপ পরিদর্শনকালে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এক বলেন।
তিনি বলেন, আমাদেরকে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান নির্দেশনা দিয়েছেন নিজ নিজ এলাকায় প্রতিটি পূজামণ্ডপের খোঁজ খবর রাখা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্যে। আমাদের নেতাকর্মীরা শেষ পর্যন্ত আপনাদের পাশে থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির এ এম টুটুল পাটওয়ারী, মোহাম্মদ আলী মৃধা, হাবিবুর রহমান রুবেল, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, বিএনপি নেতা মানিক মেম্বার, সাগর মজুমদার, পৌর যুবদল নেতা কৃষ্ণ কমল দাস প্রমুখসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।