বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০০:৪১

র‌্যাবের অভিযানে কুমিল্লা বুড়িচং থানা এলাকা হতে ৩৩৫ বোতল স্কাফসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
র‌্যাবের অভিযানে কুমিল্লা বুড়িচং থানা এলাকা হতে ৩৩৫ বোতল স্কাফসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ৫ আগস্ট ২০২৪ তারিখ হতে অদ্যাবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ২১৫ জন গ্রেফতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ আসামী ১জন গ্রেফতার, আরসা সদস্য ১৫ জন গ্রেফতার, জঙ্গি ২ জন গ্রেফতার, হত্যা মামলায় ১৮২ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৮৫ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ২৬ জন গ্রেফতারসহ ১০৫ টি অস্ত্র, ১৩৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৪১৩ জনের অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৭৬ জন অপহরণকারী গ্রেফতারসহ ৮১ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৮২ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী ১৭ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ৪৮৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বুধবার (১ অক্টোবর ২০২৫) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কোশাইয়াম পূর্বপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. আসিফ (৩৫) নামে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৩৩৫ বোতল স্কাফ ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মো. আসিফ (৩৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মাহাজনবাড়ি গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য স্কাফ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১-এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়