বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০০:১৩

বিএনপি নেতা জগলুর পিতার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার।।
বিএনপি নেতা জগলুর পিতার দাফন সম্পন্ন

চাঁদপুুর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক কামরুল ইসলাম জগলুর পিতা আ. করিম মিজির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১ অক্টোবর ২০২৫) বাদ আসর চাঁদপুর শহরের তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মসজিদের ইমাম মাও. আবদুস সালাম। জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরা।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ মো. জাহাঙ্গীরের পরিচালনায় জানাজার পূর্বে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি আ. রশিদ সরদার, জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া ও মরহুমের ছেলে কামরুল ইসলাম জগলু।

আ. করিম মিজির জানাজা শেষে তাঁকে বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি বুধবার সকাল ১১ টায় তালতলা নিজ বাড়িতে মারা যান। ( ইন্নালিলাহি.. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে সহ নাতি-নাতনি, বহু আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়