বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ২২:০৪

চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র উত্তোলন করলেন ইসমাইল

মাহবুব আলম লাভলু।।
চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র উত্তোলন করলেন ইসমাইল
চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র উত্তোলন করলেন ইসমাইল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসন থেকে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন সুমন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মী।

মনোনয়ন উত্তোলন শেষে হোসেন সুমন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলনের পাশাপাশি তিনি গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনস্বার্থে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন। এই আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমি নির্বাচনী মাঠে নামছি। গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক মানুষের অধিকার আদায়ের প্রতীক হয়ে উঠবে।

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনটি চাঁদপুর জেলার মধ্যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এখানে মূলধারার বড়ো রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পাশাপাশি বিকল্পধারার নেতৃত্বের প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়