প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ২১:৪২
বড়লিয়া ও কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন
আপনারা প্রাণ খুলে কথা বলুন ধর্ম চর্চা করুন, কোনো ভয় নেই
.....জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

শাহরাস্তি উপজেলার পূজামণ্ডপ পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বুধবার (১ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় উপজেলার বড়লিয়া ও মেহের কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করতে এসে জেলা প্রশাসক বলেন, এখন কোনো ভয়-আতঙ্ক নেই। যদি ভয় থাকতো, তাহলে নতুন করে বড়লিয়ায় পূজা উদযাপন হতো না। তিনি বলেন, বাস্তবে ভয়-আতঙ্কের কোনো অস্তিত্ব নেই, আছে শুধু গুজব। সতর্ক থাকতে হবে যেনো কোনো গুজব যাতে আমাদেরকে ভুল পথে নিয়ে না যায়। তিনি বলেন, আমাদের দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই। আপনারা পূজা করবেন, দেশের জন্যে জনগণের জন্যে প্রার্থনা করবেন। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। রাষ্ট্রের পক্ষ থেকে পূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মণ্ডপগুলোতে সর্বস্তরের মানুষের উপস্থিতি প্রমাণ করে আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছি।
|আরো খবর
জেলা প্রশাসকের সাথে পরিদর্শনে আসেন লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সহকারী পুলিশ সুপার (কচুয়া) আব্দুল হাই চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আবুল বাসার, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।