বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ২১:৩৮

হাইমচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

হিন্দু-মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চাই

---------শেখ ফরিদ আহমেদ মানিক

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
হিন্দু-মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চাই
হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা হাই স্কুল রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে বক্তব্য রাখছেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি : ইয়াসিন ইকরাম।

শারদীয় দুর্গাপূজার নবমীতে হাইমচর উপজেলার হাইমচর ও চরভৈরবীর ৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বুধবার (১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর ইউনিয়নের দেওয়ান বাড়ির কমলাপুর দুর্গা দেবী মন্দির, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর জগন্নাথ মন্দির, ৬নং চরভৈরবী ইউনিয়নের পাড়া বগুলা মজুমদার বাড়ির দুর্গা দেবীর মণ্ডপ, ৬নং চরভৈরবী ইউনিয়নের দক্ষিণ চরভৈরবী গৌর নিতাই মন্দির, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা হাই স্কুল রাধা গোবিন্দ মন্দির, ৬নং চরভৈরবী ইউনিয়নের উত্তর চরভৈরবী হরিচাঁন ঠাকুর মন্দির পরিদর্শন করেন। এ সময় পূজারী ও ভক্তবৃন্দের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের শারদীয় শুভেচ্ছা রইলো। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা পূজামণ্ডপ পরিদর্শনে এসেছি। পরিদর্শনের উদ্দেশ্য হলো, আপনারা ঠিকমতো পূজা উদযাপন করতে পারছেন কি না। এবারের পূজা শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

তিনি আরো বলেন, হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। গত ১৫ বছর আমরা এ কথা বলার সুযোগ পাইনি। আমরা সবাই বাঙালি। আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশনায়ক তারেক রহমান সুন্দরভাবে যেনো দেশ পরিচালনা করতে পারে সে আশীর্বাদ করবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতোয়াল, ৬নং চরভৈরবী ইউনিয়নের পাড়া বগুলা মজুমদার বাড়ির দুর্গা দেবীর মণ্ডপ সভাপতি শশাঙ্ক ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক ধীমান মজুমদার, ৬নং চরভৈরবী ইউনিয়নের দক্ষিণ চরভৈরবী গৌর নিতাই মন্দির সভাপতি কৃষ্ণ কমল সরকার, সাধারণ সম্পাদক রূপায়ন সরকার, চরভৈরবী ইউনিয়নের উত্তর চরভৈরবী হরিচাঁন ঠাকুর মন্দির সভাপতি সঞ্জয় পোদ্দার, সাধারণ সম্পাদক অরুণ সরকার, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা হাই স্কুল রাধা গোবিন্দ মন্দির সভাপতি বিমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক তপন মাতাব্বর, আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর জগন্নাথ মন্দিরের সভাপতি সুনীল চন্দ্র মাঝি, সেক্রেটারি উত্তম, ২নং আলগী দুর্গাপুর ইউনিয়নের দেওয়ান বাড়ীর কমলাপুর দুর্গা দেবী মন্দিরের নেতৃবৃন্দ, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, ২নং আলগী দুর্গাপুর ইউনিয়নের দেওয়ান বাড়ির কমলাপুর দুর্গা দেবী মন্দিরের নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজা মণ্ডপের কমিটি নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়