প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ২১:৩০
বিএনপি নেতা মোশারফ হোসাইনের পূজামণ্ডপ পরিদর্শন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দলীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন।
|আরো খবর
এ সময় মোশারফ হোসাইন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে মিলে মিশে বসবাস করছে। আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, কোনো সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। একটি রাজনৈতিক দল স্বার্থ হাসিলের জন্যে সংখ্যালঘু শব্দটি আপনাদের ওপর চাপিয়ে দিয়েছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা এক আকাশের নিচে, এক মাটিতে বসবাস করি। প্রতিটা নাগরিক এখানে সমান অধিকার নিয়ে বসবাস করবে।
সাংবাদিক পলাশ দের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান, বিএনপি নেতা জুলহাস সরদার, আহসান মিজি, আফজাল হোসেন পাটোয়ারী, সায়েদ শেখ, বাবুরহাট এলাকার কুলদা প্রসাদ বাড়ি দুর্গা পূজা মণ্ডপ কমিটির সভাপতি সুভাষ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সুরঞ্জিত কর, নান্টু দের বাড়ি দুর্গা পূজা মণ্ডপ কমিটির সভাপতি দুলাল দত্ত চন্দন, সাধারণ সম্পাদক বাবুল দে, রমেশ চন্দ্র দে বাড়ি দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি জহর লাল আচার্য, সাধারণ সম্পাদক যুবরাজ চন্দ্র দাস, দাসাদী সুরেন্দ্র নাথ দাস বাড়ি দুর্গা পূজা মণ্ডপের সভাপতি শুভ্রতা দাস, সাধারণ সম্পাদক সত্যজিৎ দাস, মঠখোলা শিব বাড়িয়া দুর্গা পূজা মণ্ডপের সভাপতি ব্রজগোপাল আচার্য, সাধারণ সম্পাদক সঞ্জয় পালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।