বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ২১:২৪

চাঁদপুরে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান TCL Global-এর নতুন শাখা উদ্বোধন

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুরে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান TCL Global-এর নতুন শাখা উদ্বোধন
চাঁদপুরে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান TCL Global-এর নতুন শাখার উদ্বোধন করছেন নির্বাহী পরিচালক এসএম সালাউদ্দীন।

চাঁদপুর জেলা শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান TCL Global-এর নতুন শাখা। বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেলে শহরের চিত্রলেখা মোড় (সোনালী ব্যাংকের বিপরীত), মেট্রো বেকারির ৩য় তলায় এই শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TCL Global-এর নির্বাহী পরিচালক এসএম সালাউদ্দীন, কান্ট্রি ম্যানেজার রাশেদ আলম, চাঁদপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হানিফ, উত্তরা ব্র্যাঞ্চ ম্যানেজার মো. মনির হোসেন ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. রাসেল মিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন, দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যবস্থাপক সেলিম রেজা ও ইউনিএইড চাঁদপুর-এর পরিচালক মুহাম্মদ হাফিজ আল আসাদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নির্বাহী পরিচালক এসএম সালাউদ্দীন বলেন, চাঁদপুরে আমরা নতুন শাখা চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই শাখার মাধ্যমে চাঁদপুর ও আশপাশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্পর্কে আরও সচেতন ও সহায়তা প্রাপ্ত হবে। কান্ট্রি ম্যানেজার রাশেদ আলম বলেন, আমরা সবসময়ই বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার পথে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। চাঁদপুর শাখা সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।

উল্লেখ্য, TCL Global দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি, ভিসা প্রক্রিয়া ও অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে সেবা দিয়ে আসছে। চাঁদপুরে নতুন শাখা চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি এ জেলার শিক্ষার্থীদের কাছে আরও সহজলভ্য ও কার্যকর সহায়তা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়