বুধবার, ০১ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৫

রামগঞ্জে বিশিষ্ট সাংবাদিক ওবায়দুল হকের স্মরণসভা ও দোয়া

রামগঞ্জ (লক্ষ্মীপুর), প্রতিনিধি।।
রামগঞ্জে বিশিষ্ট সাংবাদিক ওবায়দুল হকের স্মরণসভা ও দোয়া

লক্ষ্মীপুরের রামগঞ্জে রামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রথিতযশা প্রবীণ সাংবাদিক মরহুম ওবায়দুল হকের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ সেপ্টেম্বর ২০২৫) রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি সাংবাদিক মাহমুদ ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ওবায়দুল হক। বক্তব্য প্রদান করেন রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস এম বাবুল বাবর, সাবেক সভাপতি মাহমুদ ফারুক, নির্বাহী সদস্য ও আমার দেশ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা মনি, পল্লী টিভির সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী, সমকাল প্রতিনিধি জাকির হোসেন সুমন প্রমুখ। শোকসভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।

স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফররাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়