প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৬
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করবে জামায়াতে ইসলামী
— অ্যাড. শাহজাহান মিয়া

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে এবং প্রশাসনের প্রতি নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
|আরো খবর
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় তিনি বালিয়া ইউনিয়নের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন এবং বালিয়া ইউনিয়ন বাজারে গণসংযোগে অংশ নেন।
এ সময় অ্যাড. শাহজাহান মিয়া বলেন, সারা দুনিয়ায় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত এবং প্রশংসিত। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মসহ নানা আচার-অনুষ্ঠান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে পালন করে আসছে। এমন শান্তিপূর্ণ সহাবস্থানের নজির তামাম দুনিয়ার ইতিহাসে বিরল। জামায়াতে ইসলামী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বের দরবারে আরও উজ্জ্বলভাবে পরিচিত করবে।
অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়া ইউনিয়ন আমির মো. সুলতান মাহমুদ, সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, শ্রমিককল্যাণ ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, ঢাকা মহানগর দক্ষিণের মো. হাবিবুর রহমান ও মো. কাউছার হোসেন, ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোহাম্মদ হোসেন স্যার, ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. মামুনুর রশীদ, ১নং ওয়ার্ড সভাপতি মো. রায়হান, ২নং ওয়ার্ড সভাপতি মো. ইমন হোসেন মাল, ৩ নং ওয়ার্ড সভাপতি মো. সবুজ খান, ৪নং ওয়ার্ড সভাপতি মো. কাউছার মাহমুদ ও ৬নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন আহমেদ টুটুল।
এছাড়া উপস্থিত ছিলেন বালিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটি, বালিয়া, গুলিশা মন্দির কমিটির সভাপতি রাখাল চন্দ্র নাহা, সাধারণ সম্পাদক রঞ্জিত চন্দ্র দত্তসহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।