বুধবার, ০১ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৫

মতলব উত্তরে পূজা মণ্ডপ পরিদর্শনে কেন্দ্রীয় বিএনপি নেতা ড. জালাল উদ্দিন

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে পূজা মণ্ডপ পরিদর্শনে কেন্দ্রীয় বিএনপি নেতা ড. জালাল উদ্দিন
ছেংগারচর বাজার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির পরিদর্শনকালে বক্তব্য রাখছেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতলব উত্তরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি একাধিক মন্দিরে গিয়ে পূজার খোঁজখবর নেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

সন্ধ্যায় তিনি নান্দুরকান্দি সার্বজনীন দুর্গা মন্দির এবং পরে ছেংগারচর বাজার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির পরিদর্শন করেন। এ সময় ড. জালাল উদ্দিন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপদ সহাবস্থানে বিশ্বাসী।

ছেংগারচর বাজার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির কমিটির সভাপতি যুধিষ্ঠীর বাড়ৈর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা পর্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়