প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৫
মতলব উত্তরে পূজা মণ্ডপ পরিদর্শনে কেন্দ্রীয় বিএনপি নেতা ড. জালাল উদ্দিন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতলব উত্তরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি একাধিক মন্দিরে গিয়ে পূজার খোঁজখবর নেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
|আরো খবর
ছেংগারচর বাজার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির কমিটির সভাপতি যুধিষ্ঠীর বাড়ৈর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা পর্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী।