বুধবার, ০১ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪০

চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে শেখ ফরিদ আহমেদ মানিক

আপনারা যেনো পূজা সুন্দরভাবে করতে পারেন, সেজন্যে আমরা আপনাদের পাশে আছে

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
আপনারা যেনো পূজা সুন্দরভাবে করতে পারেন, সেজন্যে আমরা আপনাদের পাশে আছে
চাঁদপুর শহরের বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শনকালে কমিটির নেতৃবৃন্দের কাছে অনুদান তুলে দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি : ইয়াসিন ইকরাম।

শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে চাঁদপুর শহরের নতুনবাজার ও পুরাণবাজারের প্রায় ২৮টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজারী ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পূজা মণ্ডপগুলো পরিদর্শনের সময় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা যেনো পূজা সুন্দরভাবে করতে পারেন, আমাদের নেতা তারেক রহমান সেই নির্দেশ দিয়েছেন। আপনাদের পূজা ও আপনাদের সেবার তদারকির জন্যে আমাদের নেতা নির্দেশ দিয়েছেন। আপনারা স্বাচ্ছন্দ্যে পূজা করবেন। আপনাদের পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা ও আমাদের নেতা-কর্মীরা আপনাদের পাশে রয়েছি। কেননা আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যেমন ঈদ সুন্দরভাবে পালন করি, তেমনি আপনারা সর্ববৃহৎ দুর্গাপূজাটি স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে পালন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহজাহান, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দজি মহারাজ, পালপাড়া শীতলা মায়ের পূজা মণ্ডপের সভাপতি নির্মল পাল, সেক্রেটারি সঞ্জয় কুন্ড, প্রতাপ সাহা এলাকার দুর্গা মন্দিরের সভাপতি মাখন লাল, লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ভারপ্রাপ্ত সেক্রেটারি কেশব দাস, নতুনবাজার গোপাল জিওর আখড়া মন্দিরের সিনিয়র সহ-সভাপতি চিররঞ্জন রায়, সাধারণ সম্পাদক বাপ্পি ও প্রচার সম্পাদক সুমন সরকার জয়, কদমতলা অকালবোধন দুর্গাপূজা কমিটির আহ্বায়ক কুমার বিশ্বজিত অপু, সদস্য সচিব গণেশ ঘোষ, গুহবাড়ী পূজা মন্দির কমিটির সভাপতি অনুপ গুহ, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, পূজা উৎসব কমিটির আহ্বায়ক অ্যাড. প্রভাস সাহা, পুরাণবাজার হরিসভা সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, পুরাণবাজার হরিজন পূজা মণ্ডপের সভাপতি মিঠুন হরিজন, সেক্রেটারি সঞ্জয়, বারোয়ারি পূজা কমিটির সেক্রেটারি মানিক লাল সাহা, আখড়া কমিটির সেক্রেটারি শিমুল সাহা, পানগোল্লার ভীম, রনজিত দাসের বাড়ি পূজা মণ্ডপের সভাপতি বিটু দে, কার্তিক সাহার বাড়ি পূজা মণ্ডপের অনু, বিনু, মেরকাটিজ রোড নবতারা পূজা মণ্ডপের সেক্রেটারি কাকন, মৈশাল বাড়ি দুর্গা পূজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রতাপ কর্মকার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপনসহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়