প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪১
ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের বন্দোবস্ত প্রাপ্তদের মাঝে নামজারি খতিয়ান এবং কবুলিয়ত বিতরণ

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা ভূমি অফিস, চাঁদপুর সদর-এর আয়োজনে ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের বন্দোবস্ত প্রাপ্তদের মাঝে নামজারি খতিয়ান এবং কবুলিয়ত বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন. জামিউল হিকমা।
|আরো খবর
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আশ্রয়ণ প্রকল্পের অধিবাসীরা যাতে তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান এবং আশ্রয়ণ প্রকল্পে যাতে মাদকসেবীরা মাদক সেবনের কোনো সুযোগ না পায় এ বিষয়ে মনোযোগ দেয়ার জন্যে অনুরোধ করেন।