প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:০২
বিষ্ণুপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ ও পূজা মণ্ডপ পরিদর্শন
আগামী নির্বাচনে জনগণের ভাগ্য পরিবর্তনে দাঁড়িপাল্লায় ভোট দিন

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়ার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের মদিনাবাজার ও বৌবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন তিনি। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা চাই উন্নত চাঁদপুর, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। জনগণের ভোটে এবার সমর্থন পেলে এলাকায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, আমরা যদি দায়িত্ব পাই, তবে মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবো। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে জনগণকে প্রকৃত সেবা দেয়াই হবে আমাদের মূল লক্ষ্য।
|আরো খবর
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং চাঁদপুর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এভিপি অ্যাড. আব্দুল কাদের খান।
সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ১নং বিষ্ণুপুর ইউনিয়ন সভাপতি কাজী মো. আবু তাহের। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন রাকিব।
এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সবুজবাগ থানার সভাপতি মাঈনুদ্দিন প্রধানীয়া, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আলআমিন আখন্দ, ১নং ওয়ার্ড সভাপতি মো. মুসলিম খান এবং ২নং ওয়ার্ড সভাপতি জামান বেপারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সভাপতি মো. দেলোয়ার হোসেন সরকার, জিলানী, জিয়াউর রহমান, আবুল কাশেম, আফজাল, মহসিনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম। হামদ-নাত পরিবেশন করেন উপজেলা সাংস্কৃতিক বিভাগের সভাপতি খাজা তানভীর। পরে মনোহরখাদী কমল কৃষ্ণ সরকার বাড়িতে দামোদরদী শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব উদযাপন পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।