মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৬

মতলবে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

মতলব দক্ষিণ উপজেলা সদরে শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সর্বজনীন দুর্গাপূজা পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রের প্রতিটি মানুষ যার যার ধর্মীয় উৎসব পালনের অধিকার রাখে। আজ আপনাদের উৎসবের মাঝে এসে আমার ভালো লাগছে। তবে আমার কাছে আরো ভালো লাগতো যদি আমরা একা আসতে পারতাম। দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকতে হচ্ছে, ধর্মীয় উৎসব পালনে এমনটি হওয়ার কথা ছিলো না। কিন্তু এটাই আমাদের বাস্তবতা।

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও চাঁদপুর জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন।

এ সময় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সভাপতি শঙ্কর রাও নাগ, জগন্নাথ দেব মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ ভৌমিক, সাধারণ সম্পাদক সুকুমার ঘোষসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও মন্দিরে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়