সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:০১

রায়পুরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রায়পুরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে একই বাড়ির দু চাচাতো বোন পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

রায়পুর থানার ওসি (তদন্ত) আবদুল মান্নান জানান, রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর তিনটার সময় চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের ইদ্রিস মিয়া মাতাব্বর মিয়ার নাতিন প্রবাসী নুরনবী মাতাব্বরের মেয়ে সাবিয়া আক্তার (৯) এবং একই বাড়ির ব্যাবসায়ী রহমান মাতাব্বরের মেয়ে নাফিসা (১০) বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।।

প্রতিবেশীরা তাদের দু শিশুকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৭টার সময় দু শিশুকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।।

রায়পুরের হায়দরগঞ্জ এলাকায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আবুল কালাম আজাদ ঘটনাস্থলে পৌঁছে দু লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। কোনো মামলা করা হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়