প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৭
এমএ হান্নানের মনোনয়ন দাবিতে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের মিছিল সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির তথা ধানের শীষের প্রার্থী হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক দানবীর এমএ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবিতে মিছিল সমাবেশ করেছে ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল।
|আরো খবর
রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে বাজারের পশ্চিম প্রান্তে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু।
সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরাজ খান, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সাবেক সাংগঠনিক সম্পাদক অনিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেন, সহ-সভাপতি মোরশেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক শামীম আহমেদসহ ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দানবীর এমএ হান্নান ফরিদগঞ্জের মানুষের আস্থার প্রতীক। তাঁর হাতকে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে তাঁকে ধানের শীষের প্রার্থী করার দাবিতে মাঠে থাকবে ছাত্রদল।