প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৪
মতলব উত্তরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়
দুর্গোৎসবে অতন্দ্র প্রহরী হিসেবে থাকবে বিএনপির নেতা-কর্মীরা
------ড. মোহাম্মদ জালাল উদ্দিন

তীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় এবার ৬৮ পূজা মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। আমাদের দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলে। কিন্তু দিল্লিতে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নতুন ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। তা আমরা হতে দেবো না। দুর্গোৎসবে অতন্দ্র প্রহরী হিসেবে থাকবে বিএনপির নেতা-কর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরাও পাহারা দেবে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করবে।
|আরো খবর
রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সম্প্রীতির এই বাংলাদেশ কারো একার পক্ষে স্বাধীন করা সম্ভব হয়নি। মুসলিমদের যেমন স্বাধীনতা সংগ্রামে অবদান আছে, তেমনি আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরও। সবার মিলিত প্রচেষ্টার ফসল আজকের বাংলাদেশ।
তিনি বলেন, এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা কখনোই সফল হয়নি। শেখ হাসিনা এই বাংলাদেশকে ভারতের করদ রাজ্য করতে চেয়েছিলো, কিন্তু এদেশের মানুষ তার সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে।
চাঁদপুর জেলা ব্রাহ্মণ কমিটির সাংগঠনিক সম্পাদক বলরাম গোস্বামীর সভাপতিত্বে ও গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেত্রী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোপাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, জহিরাবাদ ইউনিয়নের স্নেহ লতা রাণী, দুর্গাপুর পূজা মণ্ডপের সভাপতি অমল মাস্টার, ষাটনল পূজা মণ্ডপের সভাপতি মহাবীর বর্মন।