প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯
অকাল প্রয়াণে জনপ্রিয় ইংরেজি শিক্ষক সৈকত অধিকারী

চাঁদপুরের জনপ্রিয় ইংরেজি শিক্ষক সৈকত অধিকারী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাতটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। এর আগে তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা গ্রহণ করছিলেন। পরে অবস্থা জটিল হওয়ায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করালে হাসপাতাল কর্তৃপক্ষ অনতিবিলম্বে ঢাকায় রেফার করেন।
|আরো খবর
সৈকত অধিকারীর বাবা নারায়ণ অধিকারী একজন ক্যান্সার আক্রান্ত দীর্ঘদিনের শয্যাশায়ী রোগী। তার মা রিতা অধিকারীও দীর্ঘদিন ক্যান্সারে ভুগে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন।
প্রয়াত সৈকত অধিকারী চাঁদপুর সরকারি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে দীর্ঘদিন চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ইংরেজি ভার্সনে শিক্ষকতা করেন। ২০২৪ সালের জানুয়ারিতে তিনি এনটিআরসিএ'র মাধ্যমে মৈশাদী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।
তিনি যেমন মেধাবী ছিলেন তেমনি অনেক গুণের অধিকারী ছিলেন। 'নির্ঘুম মিশ্র' ছদ্মনামে তিনি কবিতা লিখতেন। আবৃত্তি চর্চাও করতেন। তিনি বৃটিশ কাউন্সিলের অধীনে আইইএলটিএস ভাষা শিক্ষা কার্যক্রমের শিক্ষক ও পরীক্ষক ছিলেন। তিনি চাঁদপুর বিতর্ক একাডেমির ইংরেজি বিতর্ক প্রশিক্ষণ কার্যক্রমেরও শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে থাকাকালীন তাঁর মেন্টরশিপে এ স্কুলের বিতর্ক দল পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুবার (একবার বাংলা ও একবার ইংরেজিতে) জেলাব্যাপী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রয়াত সৈকত অধিকারী চাঁদপুর জেলার 'বেল্টা' (বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন) সংগঠনের একজন উল্লেখযোগ্য সদস্য ছিলেন। বাবা-মায়ের একমাত্র ছেলে সৈকত অধিকারী তাঁর একমাত্র বোন তটিনী অধিকারীকে অতিক্রান্ত ঘোষালের সাথে বিয়ে দিয়ে সুপাত্রস্থ করে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন এবং মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিলো মাত্র ৩১ বছর (জন্ম তারিখ ০১.০১.১৯৯৪)। তাঁর অসংখ্য গুণমুগ্ধ ছাত্র-ছাত্রী ও সহকর্মী আছেন, যারা এই অমায়িক ও নিরীহ মানুষের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে চাঁদপুর মহাশ্মশানে ধর্মীয় বিধানমতে তাঁর মরদেহের সৎকার কর্ম অনুষ্ঠিত হয়। তাঁর অকাল প্রয়াণে চাঁদপুর বিতর্ক একাডেমির সভাপতি কাজী শাহাদাত ও অধ্যক্ষ ডা. পীযূষ কান্তি বড়ুয়া এবং পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করছে এবং প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছে।